ঢাকা | সোমবার
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা মোকাবেলায় রিয়াদ-গেইলদের স্বাক্ষরিত ব্যাট নিলামে উঠছে

বঙ্গবন্ধু বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্রানঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। করোনার জন্য তহবিল গঠন করতে নিলামে তোলা হচ্ছে দলের সব ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট। স্পৃহা ফাউন্ডেশন (এসবিএফ) করোনা সংকটে স্বাস্থ্যসেবা প্রচারণায় দলটির সাথে যুক্ত হয়েছে।

গত এক মাস ধরে করোনার জন্য সৃষ্ট দুর্যোগে সচেতনতা সৃষ্টির জন্য গত এক মাস ধরে অনলাইনে প্রচারণা চালাচ্ছে চট্টগ্রামের প্র্রতিনিধিত্বকারী দলটি। ২০১২ সালে প্রতিষ্ঠিত স্পৃহা ফাউন্ডেশনের সাথে মিলে তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে সর্বশেষ বিপিএলের শেষ চারে জায়গা করে নেওয়া এই জনপ্রিয় দল।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ বলেছেন, একটি ব্যাটে স্বাক্ষর করবেন দলটির খেলোয়াড়রা সেটা নিলামে তোলা হবে। করোনা ভাইরাসের মোকাবেলায় স্বাস্থ্যসেবা খাতে ব্যবহৃত হবে নিলাম থেকে অর্জিত সম্পূর্ণ অর্জিত অর্থ।

এই ফাউন্ডেশনে যারা অনুদান দেওয়া মানুষ গুলোই সুযোগ পাবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের খেলোয়াড়ের স্বাক্ষর সম্বলিত ব্যাটটির মালিক হওয়ার। ১০ দিনের মধ্যে এই তহবিলে যিনি সবচেয়ে বেশি অনুদান দিবে তাকেই এই ব্যাটটি দেওয়া হবে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন