শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৭ সালে ওয়ানডে ম্যাচে হ্যাটট্রিক করা বলটি নিলামে তুলছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেটার তাসকিন আহমেদ। জাতীয় দলে অভিষেকের পর এটিই তার সেরা অর্জন।
করোনাভাইরাস মোকাবিলায় অসহায়দের পাশে দাঁড়াতে বলটি নিলামে তুললেন তাসকিন। বলটি বিক্রি করে যা অর্থ পাবেন তা দান করবেন অসহায় মানুষদের।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পেইজ ‘অকশন ফর অ্যাকশনের মাধ্যমে বলটি নিলামে তুলছেন এই তারকা ক্রিকেটার। বলটির ভিত্তি মূল্য তিন লাখ টাকা। তিন লাখ টাকা থেকে বলটির দাম হাঁকানো যাবে।
আজ রাত ১০:৩০ মিনিটে ‘অকশন ফর অ্যাকশন ‘ পেইজ থেকে লাইভ হবেন তাসকিন। ‘অকশন ফর অ্যাকশন গ্রুপ জানায়, নিলাম চলবে আগামীকাল রাত ১১টা পর্যন্ত।
আনন্দবাজার/ টি এস পি