ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দুস্থদের সহায়তায় তিন মাসের বেতন দিলেন আশরাফুল

করোনায় ক্ষতিগ্রস্ত অসহায়-দুস্থদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে প্রাপ্ত তিন মাসের বেতন দান করেছেন তিনি।

আশরাফুল বলেন, যেই পরিস্থিতি চলছে তাতে দেখতেই পাচ্ছেন অনেকেরই এখন কাজকর্ম নেই। ফলে সংসার চালাতে বেশ হিমশিম খেয়ে যাচ্ছেন তারা। কয়েকজনকে দেখলাম তাদেরকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করছেন। আমি তাদের সাহায্যের জন্য আমার বেতনের টাকা দিয়েছি। পুরোটাই দিয়ে দিয়েছি। টাকা তো আসলে বেশি না। ৮০-৮৫ হাজার টাকা মাত্র। এলাকার অসহায় মানুষদের দিয়েছি।

এছাড়া নিজের নামে একটি ফাউন্ডেশন করার কথা জানিয়ে আশরাফুল বলেন, ফাউন্ডেশন খোলার কথা চলছে আমার একটা। সব কিছু তো বন্ধ। খুলুক তারপর সব কিছু করবো।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন