ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পছন্দের ক্রিকেট সামগ্রী নিলামে তুলবেন মাশরাফি

নিজের পছন্দের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তোলার সিদ্বান্ত নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১৬ বছরের ক্যারিয়ারে নিজের পছন্দের ক্রিকেট সরঞ্জামাদিগুলো নিলামে তুলে সেই অর্থ দিয়ে অসহায়দের সহায়তা করতে চান মাশরাফি।

‘অকশন ফর অ্যাকশন’ ফেসবুক পেইজের সহ-প্রতিষ্ঠাতা প্রিতো রেজা বলেন, মাশরাফি তার পছন্দের পছন্দের কিছু সরঞ্জামাদি নিলাম করবেন বলে আমাদের জানিয়েছেন। গেল ১৬ বছর ধরে যেগুলো তিনি নিজের কাছে রেখেছিলেন কিন্তু কি কি সরঞ্জামাদি তা এখনো নিশ্চিত করেননি। কি কি সরঞ্জামাদি নিলামে তুলবেন তিনি জানালে আমরা সবাইকে জানাব।

এছাড়া নিজ গ্রামে করোনার বিপক্ষে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন মাশরাফি। অসহায়দের নিয়মিত প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সহায়তা করছেন তিনি।

এর আগে গত ইংল্যান্ড বিশ্বকাপে যে ব্যাট দিয়ে রানের ফুলঝুড়ি ফুটিয়েছেন, সেই ব্যাটটি ‘অকশন ফর অ্যাকশন’ নামে ফেসবুক পেইজে নিলামে তুলেছিলেন সাকিব। সেটি বিক্রি হয় ২০ লাখ টাকায়। এছাড়া মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুলও তাদের প্রিয় ব্যাট নিলামে তুলবেন। বাংলাদেশের হয় প্রথম ডাবল সেঞ্চুরি যে ব্যাট দিয়ে করেছিলেন মুশফিক, সেটি নিলামে তোলবেন তিনি।

আশরাফুল দুটি ব্যাট নিলামে তুলবেন। যারমধ্যে একটি হলো, টেস্ট ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি করা ব্যাট। অন্যটি হলো, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ে যে ব্যাট দিয়ে সেঞ্চুরি করেছিলেন।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন