ক্রিকেটের তিন ফর্মেটের জন্য আলাদা আলাদা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।
নিল ম্যাকেঞ্জি বলেন, আমরা কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছি। সামনে আমাদের কিছু বিষয়ে কাজ করতে হবে। আর সেটা তিন সংস্করণের ক্রিকেটেই।
বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতার প্রশংসা করে ম্যাকেঞ্জি জানান, তরুণ ব্যাটসম্যানদের শেখার আগ্রহ তাঁকে মুগ্ধ করেছে। ব্যাটসম্যানদের এমন স্পৃহার কারণে নিজেকেও বেশ গুরুত্বপূর্ণ মনে হয় ম্যাকেঞ্জির। পুরো বিষয়টিকে যথেষ্ট ইতিবাচকভাবে দেখতে চান তিনি।
ম্যাকেঞ্জি আরও বলেন, সব ক্রিকেটারই আমার কাছ থেকে শেখার জন্য মুখিয়ে থাকে। কোনও কিছু একভাবে করা না গেলে আমরা চেষ্টা করি আরেকভাবে করতে। তারা শিখতে আগ্রহী, অন্য কোন উপায়ে কি করা যায় সেটাও তারা জানতে চায়। বাংলাদেশ দলে এটা দারুণ ইতিবাচক দিক।
আনন্দবাজার/ডব্লিউ এস