শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

করোনা মোকাবিলায় সারাদেশে লকডাউন চলায় শ্রমিক সংকটে পড়েছে কৃষকেরা। এমনকি অনেক দিন যাব কাজ না থাকায় অর্থ সংকটেও রয়েছে চাষিরা। এমন অবস্থায় কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। আড়িয়ল বিলে কৃষকের পাকা ধান কেটে দিচ্ছেন তারা।

বৃৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা শ্রীনগর উপজেলার গাদিঘাট এলাকায় ধান কাটা শুরু করে। আড়িয়ল বিলের দুইটি স্থানে তারা এখন পর্যন্ত প্রায় ৮০ শতাংশ জমির ধান কেটেছে। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সম্পাদক লেখক ভট্টাচার্য জানান, সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারির রুপ নিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে একযোগে কাজ করে যাচ্ছি। আমরা শুধু আড়িয়ল বিলে নয়, সারা দেশের ছাত্রলীগ কর্মীদের নির্দেশ দিয়েছি সব অঞ্চলের কৃষকের পাশে থাকতে।

ধান কাটায় অংশ নেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেলসহ মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতা কর্মীরা।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সংবাদটি শেয়ার করুন