শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জনির চিকিৎসায় আরও ৪ লাখ টাকা দিলো ফিফা

বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার মাসুক মিয়া জনির পায়ের চিকিৎসায় আরও ৪ লাখ টাকা দিয়েছে ফিফা। জাতীয় দলের ম্যাচে কিংবা ক্যাম্পে থাকাকালীন কোনো ফুটবলার ইনজুরিতে পড়লে সহায়তা দিয়ে থাকে ফিফা।

গত আগষ্টে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের আগে প্রস্তুতির সময় পায়ের লিগামেন্ট ছিঁড়েছিল মাসুক মিয়া জনির। এই বিষয়টি বাফুফে ফিফাকে জানালে তারা জনির চিকিৎসার জন্য ৮ লাখ টাকা অনুদান দেয়। প্রয়োজনে আরও অর্থ দেয়া হবে বলে জানায় ফিফা।

বাফুফের সূত্র থেকে জানা যায়, অনুদানের আরেকটি কিস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে জনির। সেই কিস্তির পরিমানও ৪ লাখ টাকার মতো হবে। সেটা পেলে জাতীয় দলের এ মিডিফল্ডারের চিকিৎসার জন্য ১২ লাখ টাকা অনুদান দেয়া হবে ফিফার।

এর আগে গত ফেব্রুয়ারিতে জনির চিকিৎসায় ৪ লাখ টাকা দিয়েছিল বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি।

আনন্দবাজার/ টি এস পি

আরও পড়ুনঃ  করোনার মাঝেই কাতার বিশ্বকাপের সূচি ঘোষণা করে দিল ফিফা

সংবাদটি শেয়ার করুন