ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

র‍্যাংকিংয়ের নিচের দিকের খেলোয়াড়দের পাশে ‘বিগ থ্রি’

করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব জুড়েই বন্ধ হয়ে গেছে সকল ক্রীড়া আসর। এর কারণে স্থগিত হয়ে আছে টেনিসের অনেকগুলো ইভেন্ট। এমন পরিস্থিতিতে র‍্যাংকিংয়ের নিচের দিকে থাকা খেলোয়াড়দের সহযোগিতায় এগিয়ে এসেছেন টেনিসের ‘বিগ থ্রি’ হিসেবে পরিচিত রজার ফেদেরার, রাফায়েল নাদাল এবং নোভাক জকোভিচ।

বিগ থ্রি সিদ্ধান্ত নিয়েছেন, এটিপি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ তে থাকা প্লেয়াররা সহযোগিতা করবেন। শীর্ষ পাঁচে থাকা প্লেয়াররা দেবেন ৩০ হাজার মার্কিন ডলার করে। অন্যরা দেবেন পাঁচ হাজার ডলার করে।

সহযোগিতা দেওয়ার বিষয়ে ফেদেরার ও নাদালের সঙ্গে বিস্তারিত আলাপ করেছেন এটিপি প্লেয়ারস কাউন্সিলের প্রেসিডেন্ট নোভাক জকোভিচ। জকোভিচ বলেন, আমি দিন কয়েক আগে রজার ও রাফার সঙ্গে আলাপ করেছি। টেনিসের ভবিষ্যৎ নিয়ে আমাদের মধ্যে দীর্ঘসময় আলোচনা হয়েছে। কিভাবে আমরা এ অবস্থায় কিছুটা অবদান রাখতে পারি। বিশেষ করে যারা টেনিসে টিকে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায়।

সব খেলোয়াড়ের সহযোগিতা মিলিয়ে এক মিলিয়ন মার্কিন ডলার আসবে। এছাড়া অস্ট্রেলিয়ান ওপেন এবং এটিপি ট্যুর ফাইনালের প্রাইজমানির একটা অংশও এই তহবিলে যোগ হবে। এটিপি দিবে আরও এক মিলিয়ন মার্কিন ডলার। সবমিলিয়ে সাড়ে চার মিলিয়ন মার্কিন ডলার র‌্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা টেনিস প্লেয়ারদের মধ্যে ভাগ করে দিবেন ‘বিগ থ্রি’।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন