বার্সেলোনার স্বর্ণযুগ আর কখনো ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন দলটির সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন বিশ্বের অন্যতম সেরা এই মিডফিল্ডার।
ইনিয়েস্তা থাকাকালীনই সবচেয়ে সেরা সময় কাটিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। একমাত্র দল হিসেবে ট্রেবল জয়ের রেকর্ডও এই তারকা খেলোয়াড় থাকতেই গড়েছিল ক্লাবটি। সেই অপ্রতিরোধ্য বার্সেলোনা ৯ বছরের মধ্যে ৪ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে। ৭টি লা লিগাসহ অনেক শিরোপা ঘরে তোলে তারা।
সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, ওই প্রজন্ম আর আসবে না। তবে ক্লাব যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ফলাফল খুব খারাপ হওয়ার শঙ্কাও নেই। পুয়োলকে যেতে দেখেছি, ভিক্টরকে যেতে দেখেছি, এরপর জাভি চলে গেল। তবে বার্সেলোনার এখনও দুর্দান্ত একটা দল আছে, শীর্ষ মানের ফুটবলাররা আছে।
তিনি আরও বলেন, আমি সবসময় বলে এসেছি, যখন খেলোয়াড়ি জীবন শেষ হবে, তখন আমি বার্সায় ফিরতে চাই। নির্ভর করবে কিভাবে, কোন ভূমিকায়, কোন পরিস্থিতিতে তার ওপর।
বার্সেলোনার বিখ্যাত একাডেমি ‘লা মাসিয়া’ থেকে উঠে এসেছিলেন ইনিয়েস্তা। ২০০২ সালে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর ক্লাবটির হয়ে ১৬ মৌসুমে ৬৭৪টি ম্যাচ খেলেছেন তিনি। এ সময়ে মোট ৩২টি শিরোপার সাক্ষী হয়েছেন ক্যাম্প ন্যুতে পুরো পেশাদার ক্যারিয়ার কাটিয়ে দেয়া ইনিয়েস্তা। ২০১৮ সালে অবসর নিয়ে পাড়ি জমিয়েছেন জাপানে। বর্তমানে সেখানে অপেশাদার ফুটবল খেলছেন ২০১০ এ বিশ্বকাপজয়ী এই তারকা।
আনন্দবাজার/ডব্লিউ এস