কিছুদি আগেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। বাতিল হয়ে গেছে চলতি মাসের অষ্ট্রেলিয়া সিরিজও। তবে অস্ট্রেলিয়া সিরিজ বাতিল হয়ে গেলেও জুলাইয়ের শ্রীলঙ্কা সিরিজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘরোয়া ম্যাচগুলো গুরুত্বপূর্ণ ছিল। ক্রিকেটারদের প্রস্তুত করার পাশাপাশি নতুনদের পরখ করে নেয়ার পরিকল্পনা ছিল নির্বাচকদের। এদিকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে লিগ। বাতিল হয়ে যাচ্ছে আন্তর্জাতিক সিরিজগুলোও। যেকারণে কিছুটা হলেও শঙ্কা তৈরি হয়েছে ক্রিকেটারদের প্রস্তুতি নিয়ে।
হাবিবুল বাশার সুমন আশা করছেন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে দ্রুত। প্রিমিয়ার লিগ দিয়ে খেলোয়াড়দের মাঠের লড়াই শুরু হবে। আর বাংলাদেশ জাতীয় দল জুলাইয়ে যেতে পারবে শ্রীলঙ্কা সফরে।
সরকারের দেয়া নির্দেশনা শতভাগ মানছেন না অনেকেই বলে আক্ষেপ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। সচেতন হয়ে নিয়ম মানলেই কেবল দ্রুত মুক্তি পাওয়া যাবে করোনা থেকে নাহলে শঙ্কা বাড়বে বলেও জানান তিনি।
আনন্দবাজার/ডব্লিউ এস