মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সহায়তার হাত বাড়িয়েছেন ফুটবলার দিদিয়ের দ্রোগবা। নিজের হাসপাতাল করোনা চিকিৎসার জন্য দিয়ে দিয়েছেন সাবেক এই চেলসি তারকা।
সারাবিশ্বে মারণ ভাইরাস থাবা বসিয়েছে। বাদ যায়নি আফ্রিকা মহাদেশও। এখন পর্যন্ত আইভরিকোষ্টে আক্রান্ত হয়েছে প্রায় ৬০০ জন। ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন পাঁচজন।
এমন অবস্থায় আইভরিকোস্টের সাধারণ জনগনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তারকা ফুটবলার দ্রোগবা। নিজের হাসপাতালে চিকিৎসার জন্য উৎসর্গ করলেন আইভরিকোস্টের সাবেক ফুটবলার।
উল্লেখ্য, আফ্রিকার মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই ২০১৬ সালে হাসপাতাল তৈরি করেন তিনি। দেশটির জাতীয় দলে নিজের সাবেক সতীর্থ লরেন্ট পোকো’র নামানুসারে নিজের হাসপাতালের নামকরণ করেন দ্রোগবা। কেননা সেই বছরই প্রাণ হারিয়েছিলেন পোকো। এবার মহামারি করোনায় সেই হাসপাতালই আক্রান্তদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে।
আনন্দবাজার/শাহী