মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

অনুশীলনের নামার সিদ্ধান্ত সোসিয়েদাদের, নামতে পারে রিয়ালও

জার্মান বুন্দেসলিগার পর এবার ফুটবল শুরুর করার আশা জাগাচ্ছে স্প্যানিশ লা লিগা। লা লিগার দল রিয়াল সোসিয়েদাদ অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। তবে তারা এক সঙ্গে নয়, আলাদা আলাদা হয়ে অনুশীলন করবেন এবং অবশ্যই দর্শক শূন্য মাঠে। যারা অপরিহার্য কোন কাজের সঙ্গে সম্পৃক্ত নন, বিশেষ করে যাদের অন্যদের সংস্পর্শে আসতে হয় না, তারা তাদের কাজ শুরু করতে পারেন এমনটাই ঘোষণা করেছে স্পেনের সরকার। এই ঘোষণার পরই অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিয়েছে লা লিগার চলতি মৌসুমে ৪৬ পয়েন্ট নিয়ে চারে থাকা দলটি।

রিয়াল সোসিয়েদাদের এমন সিদ্ধান্তে অনুশীলন শুরুর কথা ভাবছে রিয়াল মাদ্রিদও। তবে কবে নাগাদ অনুশীলনে ফিরবে তারা সেটা নিয়েই চলছে আলোচনা। তবে তারাও মাঠে ফিরতে পারে দ্রুতই।

রিয়াল মাদ্রিদের ফুটবলাররা প্রথম দল হিসেবে ১২ মার্চ কোয়ারেন্টাইনে যায়। আর ২৬ মার্চ থেকে বন্ধ হয়ে যায় রিয়াল মাদ্রিদের সদর দপ্তর। তবে স্পেনের রাজধানী মাদ্রিদে করোনা আক্রান্তের সংখ্যা বেশি সেটাও মাথায় রাখতে হচ্ছে লস ব্লাঙ্কোসদের।

আনন্দবাজার/এস.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ক্রিকেটাররা বিসিবির সাড়ে ৩শ’কর্মচারীকে আর্থিক সহায়তা দিচ্ছে

সংবাদটি শেয়ার করুন