করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সংকটপূর্ণ সময়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে সবাইকে এই আহ্বান জানান পর্তুগালের কিংবদন্তি এই খেলোয়াড়।
ক্রিশ্চিয়ানো রোনালদো টুইটার পোস্টে লিখেছেন, সারা বিশ্ব এখন কঠিন সময় পার করছে। করোনাভাইরাসের এই সঙ্কটে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। আসুন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী একে অপেরকে সাহায্য-সহযোগিতা করি।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান প্রদেশে প্রথম প্রাদুর্ভাব দেখা দেয় মরণঘাতী এই করোনাভাইরাসের। এরপর একে একে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ছড়িয়ে পড়ে এই ভাইরাস। বিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭ লাখ ১০ হাজার ৩১১ জন। এতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৩ হাজার ৫১২ জন।
করোনাভাইরাসের প্রভাবে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্বের ক্রীড়াঙ্গন। ভাইরাসটির কারণে বন্ধ রয়েছে সকল দেশের ঘরোয়া এবং আন্তর্জাতিক খেলা। ইউয়েফা লিগ,চ্যাম্পিয়ন্স লিগ সহ বিশ্বের বড় বড় ক্রীড়া আসরগুলো রয়েছে বন্ধ।
আনন্দবাজার/ডব্লিউ এস