ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমা চেয়ে পোস্ট করলেন রুবেল

পুরো বিশ্বকে নাজেহাল করে বাংলাদেশেও হানা দিয়েছে মরণঘাতী করোনাভাইরাস। বাংলাদেশেও প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যে দেশে এতে আক্রান্ত হয়ে ৩০ জন মারা গেছে।

চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে এই ভাইরাসে বিপর্যস্ত হয়ে উঠেছে পুরো পৃথিবী। এতে আক্রান্ত হয়ে পুরো পৃথিবীতে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাওয়ায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। অদৃশ্য এই ভাইরাসে এখন কে আক্রান্ত হয় আর কে কখন মারা যায় তার কোন ঠিক নেই।

তাই তো শনিবার (১১ এপ্রিল) জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন এমন আতঙ্ক থেকেই ক্ষমা চেয়েছেন সবার কাছে। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সবার উদ্দেশ্যে ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছেন। তিনি পোস্টে লিখেছেন, ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন, এই মৃত্যুর মিছিলে আমিও পড়তে পারি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন