নড়াইল-২ আসনের সদস্য ও ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে নড়াইল সদর হাসপাতালের মূল ফটকের সামনে জীবাণুনাশক কক্ষ স্থাপন করা হয়েছে। আধুনিক ও ব্যয়বহুল এই মেশিন স্থাপনের ফলে হাসপাতালে প্রবেশ করার আগে সকলেই নিজেদের করোনা ভাইরাসের জীবাণু থেকে নিজেদের জীবাণুমুক্ত করতে পারবে।
গতকাল শুক্রবার বিকালে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় জীবাণুনাশক কক্ষটির উদ্বোধন করেন।
আনজুম আরা বলেন, চমৎকার একটি কাজের সূচনা করতে পারলাম। এর মাধ্যমে হাসপাতালের আসা নড়াইলের মানুষ বেশ উপকৃত হবেন।
জীবাণুনাশক কক্ষটির উদ্ভাবক প্রকৌশলী মো. আরাফাত বলেন, এর ভেতরে যখন কেউ প্রবেশ করবে, তার চারপাশ দিয়ে জীবাণুনাশকগুলো ছড়িয়ে যাবে। এতে তিনি জীবাণুমুক্ত হয়ে বের হবেন।
আনন্দবাজার/ টি এস পি