শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ স্থগিত

নভেল করোনাভাইরাসের কারণে স্থগিত করা হলো অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। বৃহস্পতিবার বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড মিলে এ সিদ্ধান্ত নিয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দুই বোর্ড পরবর্তীতে আবার সিরিজ আয়োজনের বিষয়ে আলোচনা করবে বলে বিসিবি এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে জুনে বাংলাদেশে দুই টেস্ট খেলতে আসার কথা ছিল টিম অস্ট্রেলিয়ার। চট্টগ্রামে ১১ জুন সিরিজের প্রথম এবং ২৩ জুন দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু করোনার কারণে বন্ধ হয়ে গেছে সব ধরণের ক্রীড়া আয়োজন। ফলে স্থগিত করা হলো বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেষ্ট সিরিজটি।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, দুই দেশের দর্শক এবং ভক্তদের জন্য এটা হতাশার এক খবর। কিন্তু বৈশ্বিক করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এবং স্বাস্থ্য ঝুঁকির কারণে বিসিবি এবং সিএ সম্মত হয়েছে যে, সিরিজ স্থগিত করার সিদ্ধান্তই হবে বাস্তবসম্মত।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন রবার্ট বলেন, সিরিজটা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া দুঃখজনক। তবে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সমঝোতার মাধ্যমে একটা বাস্তব সম্মত সিদ্ধান্তে আসতে দায়িত্বশীল এবং সৎ মনোভাবের জন্য ধন্যবাদ জানাই। আমরা জানি যে, বৈশ্বিক ক্রিকেটের সূচি খুবই ব্যস্ত। তবে বাংলাদেশকে দেওয়া আমাদের প্রতিশ্রুতি রক্ষার জন্য আমরা সব চেষ্টা করতে রাজি। পরবর্তী সূচি নির্ধারণের জন্য আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আবার আলোচনা করবো।

আনন্দবাজার/ টি এস পি

আরও পড়ুনঃ  বিশ্বকাপের সেরা একাদশে সাকিব

সংবাদটি শেয়ার করুন