প্রানঘাতী করোনা ভাইরাসে দিশেহারা পুরো বিশ্ব। এমন অবস্থায় অসহায়দের পাশে দাঁড়িয়েছে খেলোয়াড়রাও। বিপুল সম্পত্তি আছে তাদের। তারকা খেলোয়াড়রা নিজেদের সম্পদ থেকে বড় অংকের অর্থ দান করছেন গরিবদের জন্য। তবে এবার গোপন রেখে ক্ষতিগ্রস্থদের মধ্যে বড় অংকের দান করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। দান করে সেটাকে প্রচার করতে চান না বলেই তার এমন উদ্যোগ।
নেইমার মোট ৭ লাখ ৭৫ হাজার পাউন্ড দান করেছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮ কোটি টাকার বেশি। কিন্তু নেইমার এই দান সম্পর্কে গণমাধ্যমকে কিছু জানাননি।
তবে এই তথ্যটি ফাঁস করেছেন ব্রাজিলিয়ান টিভির এক অনুষ্ঠানের উপস্থাপক ক্রিস ফ্লরিস। তিনি বলেন, নেইমার করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রায় ৭ লাখ ৭৫ হাজার পাউন্ড দান করেছেন।
ফ্লরিস আরও বলেন, তিনি গত সপ্তাহের শুরুতে এই দানটা করেছেন। এই দানের এক অংশ ইউনিসেফে যাবে এবং অপর অংশ যাবে তারই তৈরি সলিডারিটি ফান্ডে।
আননন্দবাজার/এস.কে