শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চলে গেলেন ফুটবল কিংবদন্তি গোয়ো বেনিতো

পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নিলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার গোয়ো বেনিতো। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে গ্যালাকটিকো কর্তৃপক্ষ। মৃত্যুর আগে তার বয়স হয়েছিল ৭৩।

কিংবদন্তী বেনিতো ১৯৬৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত রিয়ালের হয়ে সব মিলিয়ে ৪২০টি ম্যাচ খেলেন। এর মধ্যে অবশ্য কয়েক বছরের জন্য ধারে রায়ো ভায়োকানোতে খেলেছিলেন। তবে ক্যারিয়ারে শেষ পর্যন্ত রিয়াল ছাড়া আর কোথাও চুক্তি করেননি তিনি।

রক্ষণভাগের এই ফুটবলার ১৯৪৬ সালের ২১ অক্টোবর স্পেনের পুয়েন্তো দেল আরজোবিসপে জন্ম গ্রহণ করেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি যোগ দেন রিয়াল মাদ্রিদের একাডেমিতে।

ছোটবেলা থেকেই শারীরিক গড়নের কারণে এগিয়ে থাকা এ ডিফেন্ডার প্রতিপক্ষের ফরোয়ার্ডারদের জন্য এক দেয়ালের মতো ছিলেন। এছাড়া, তিনি লস ব্ল্যাঙ্কোসদের হয়ে ৬টি লিগ ও ৫টি কোপা দেল রে শিরোপা জেতেন।

উল্লেখ্য, গোয়ো বেনিতো স্প্যানিশ জাতীয় দলের হয়েও খেলেছেন। পাশাপাশি ১৯৭১ থেকে ১৯৭৮ পর্যন্ত তিনি লা রোহাদের হয়ে ২২টি ম্যাচে প্রতিনিধিত্ব করেন।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  টেলিভিশনে আজকের খেলার সূচি

সংবাদটি শেয়ার করুন