মহামারি করোনার প্রকোপে অন্যসব ইভেন্টের মতোই পিছিয়ে গেলো ১৮ তম বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। একবছর পিছিয়ে এটি অনুষ্ঠিত হবে ২০২২ সালে।
এদিকে করোনার প্রভাবে পিছিয়ে গেছে বিশ্বের সব বড় বড় আয়োজন। তাই টোকিও অলিম্পিকের পর এবার পেছানো হলো বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের আসর। প্রতি দুই বছর পর পর এই আয়োজনের কথা থাকলেও করোনার প্রভাবে এবার একবছর পিছিয়ে দেয়া হয়েছে। পূর্ব নির্ধারিত সময় সূচী অনুযায়ী ২০২১ সালে যুক্তরাষ্ট্রের অরেগন রাজ্যে অনুষ্ঠিত হবার কথা ছিল বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের। কিন্তু অলিম্পিক পিছিয়ে দেওয়ায় সমন্বয় আনতেই ২০২২ সালের আগস্টে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এর আগে সর্বশেষ ২০১৯ সালে কাতারে বসেছিল অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের আসর।
আনন্দবাজার/শাহী