রোমেলু লুকাকুর জন্য ইন্টার মিলান ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
দু’বছর আগে ৭৫ মিলিয়ন ইউরোতে এভারটন থেকে ম্যানচেস্টারে যোগ দিয়েছিলেন লুকাকু। সেখানে দারুণ ফর্মে থাকা লুকাকুকে কেনার প্রস্তাব মানসম্মত নয় বলছে ম্যানচেস্টার।
তবে এখনই আশা ছাড়ছেন না ইন্টার মিলান কোচ অ্যান্তোনিও কন্তে। শুধু ইন্টার মিলানে নয় চেলসিতে থাকা অবস্থায়ও লুকাকুকে কিনতে চেয়েছিলেন এই কোচ।
আর্জেন্টাইন মাওরো ইকার্দির সাথে ক্লাবের বনিবনা না হওয়ায় নতুন ফুটবলারের খোঁজে আছে ইন্টার মিলান। সে তালিকায় সবার উপরেই আছে লুকাকু।