ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ পেশার মানুষকে ধন্যবাদ জানালেন মাশরাফি

করোনাভাইরাসে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় যতটুকু সম্ভব করে যাচ্ছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। একইসঙ্গে এ ভাইরাসের বিরুদ্ধে যারা লড়ে যাচ্ছেন তাদের সমর্থন ও উৎসাহ দিচ্ছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত এ পেসার।

সারাদেশে চলছে সাধারণ ছুটি এবং বন্ধ করে দেয়া হয়েছে প্রায় সবকিছু। এই পরিস্থিতিতে মানবতার সেবায় এগিয়ে এসেছেন কিছু মানুষ। তাদের আত্মত্যাগ ও অবদানের জন্য পাঁচটি ভিন্ন পেশার মানুষকে বড়সড় ধন্যবাদ দিয়েছেন মাশরাফি।

পাঁচ পেশার মানুষদের আত্নত্যাগকে স্মরণ করে, তাদের ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে লিখেছেন, ডাক্তার, নার্স, পুলিশ, স্বেচ্ছাসেবী এবং সংবাদকর্মীদের আমাদের সুরক্ষিত রাখার জন্য বড়সড় ধন্যবাদ।

করোনা পরিস্থিতির বিরুদ্ধে সবচেয়ে বড় লড়াইটা করছেন ডাক্তার-নার্সরা। ক্ষেত্রবিশেষে নিজেদের যথাযথ সুরক্ষার ব্যবস্থা ছাড়াই সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক-নার্সরা। তাদের হাতেই রয়েছে পুরো জাতির স্বাস্থ্য নিরাপত্তা।

অন্যদিকে নিরাপত্তাবাহিনীর মধ্যে অন্যতম পুলিশরাও এই পরিস্থিতিতে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছেন তারা।

এছাড়া, স্বেচ্ছাসেবী এবং সংবাদকর্মীরাও কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এগিয়ে আসছেন স্বেচ্ছাসেবীরা এবং স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকির মুখে রেখেই সংবাদকর্মীদের বাইরে বের হতে হচ্ছে সংবাদ পরিবেশনের জন্য।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন