নানা তর্ক-বিতর্কের পর অলিম্পিক গেমস পেছানোয় অ্যাথলেটরা স্বস্তিতে থাকলেও, বিপাকে পড়েছে আয়োজক দেশ জাপান। এর ফলে বড় অঙ্কের লোকসানের মুখে পড়তে যাচ্ছে দেশটি। গবেষকদের ধারণা, এই ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় ছয়শো কোটি মার্কিন ডলার। এদিকে, করোনায় লকডাউনের কারণে আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে ফুটবলার ও স্টাফদের বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।
চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগা সহ ইউরোপীয় ফুটবলের সব মেগা ইভেন্ট স্থগিত হয়েছে অনেক আগেই। পাশাপাশি পিছিয়েছে ক্রিকেট, টেনিস সহ সব খেলা। কিন্তু, টোকিও অলিম্পিক কমিটি যেনো আশায় বসে ছিলো। মহামারী করোনা আতঙ্ক সত্ত্বেও পূর্বনির্ধারিত তারিখ ২৪ জুলাইয়ে আসর শুরু করার কথা বলে আসছিলো তারা। সাথে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও সমর্থন দিচ্ছিলো তাদের। যদিও করোনার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় অস্ট্রেলিয়া ও কানাডার নাম প্রত্যাহারের পর, নানা মহলের চাপে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছে দু’পক্ষই।
জানা যায়, গ্রেটেস্ট শো অন আর্থ স্থগিত হওয়ায় অর্থনৈতিকভাবে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে জাপান। একদল গবেষকের মতে এর ফলে ৬ বিলিয়ন মার্কিন ডলার লোকসান হবে তাদের।
আনন্দবাজার/শাহী