ঢাকা | সোমবার
১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দেড় হাজার পরিবারকে মাশরাফির সহায়তা

ক্রিকেটারদের সম্মিলিত উদ্যোগে অবদান রেখেছেন মাশরাফি বিন মুর্তজা। পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও তো তার দায়িত্ব আছে! করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট এই সঙ্কটের সময়ে মাশরাফি ও তার পরিবারের উদ্যোগে দেড় হাজারেরও বেশি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার এই সহায়তা পাচ্ছেন তার নির্বাচনী এলাকা নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার দুস্থ পরিবারবর্গ। তার ব্যক্তিগত ও পরিবারের অন্যদের অর্থ মিলিয়ে তহবিল গঠন করে প্রদান করা হচ্ছে এই সাহায্য।

নড়াইলে প্রথম দফার মাশরাফিদের সহায়তা পাচ্ছেন মূলত চা বিক্রেতা, রিকশা-ভ্যান চালক ও হকাররা। তালিকা করে তিনশর বেশি পরিবারকে দেওয়া হচ্ছে ৯ কেজির একটি করে প্যাকেট, যাতে থাকছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, তেল, পেঁয়াজসহ আলু।

নড়াইলে এই সহায়তা কার্যক্রম তদারকি করছেন মাশরাফির মামা নাহিদুল ইসলাম।এছাড়াও নড়াইলের চিকিৎসক ও নার্সদের জন্য মাশরাফির ব্যক্তিগত উদ্যোগে ৫০০টি ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) প্রদান করা হচ্ছে। আগামী শনিবার (২৮ মার্চ) সেই চালান হাতে পাওয়ার কথা তাদের।

শুধু নড়াইলেই নয়, মাশরাফির স্ত্রী সুমনা হকের উদ্যোগে তাদের ঢাকার বাসার আশেপাশে আরও প্রায় ২০০ জনকে খাদ্য সহায়তা দেওয়ার কাজ চলছে। মিরপুর-পল্লবীতে রিকশা-ভ্যান চালক, চা বিক্রেতাদের দেওয়া হবে এই সাহায্য।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন