ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ স্পেন

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে এগিয়ে আসতে স্পেনের ক্রীড়া সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক টেনিস তারকা রাফায়েল নাদাল। আক্রান্তদের জন্য রেড ক্রসের সঙ্গে মিলিতভাবে ১১ মিলিয়ন ইউরো অর্থ সাহায্য তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি।

এরই পরিপ্রেক্ষিতে একটি ভিডিও বার্তা দিয়েছেন রাফায়েল নাদাল। সেখানে, হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় নিজের অবস্থার কথা তুলে ধরেন তিনি। এছাড়া স্পেনের বর্তমান অবস্থা খুবই নাজুক বলেও মন্তব্য করেন নাদাল। এ জন্য, স্পেনের সমস্ত ক্রিড়াবীদ এবং সংগঠকদের আর্থিকভাবে সাহায্য করবার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

ইতোমধ্যে তার কার্যক্রমের সাথে একাত্মতা প্রকাশ করেছে রেড ক্রস। মানবতার জন্য এই কার্যক্রমে তারাও নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন বলে জানিয়েছে। করোনাভাইরাসে এ মুহূর্তে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত দেশের একটি হল স্পেন। আর তাই, সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন রাফায়েল নাদাল।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন