করোনাভাইরাস আক্রান্তদের পাশে দাঁড়ালেন টেনিস তারকা রজার ফেদেরার ও তার স্ত্রী মিরকা। সুইৎজারল্যান্ডে ভাইরাসটিতে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই দম্পতি। এক মিলিয়ন সুইস ফ্রাঙ্ক দান করেছেন জনপ্রিয় এই টেনিস তারকা এবং তার স্ত্রী।
এই দম্পতি সকলের প্রতি আবেদন জানিয়েছেন, এই কঠিন পরিস্থিতিতে কেউ যেন পিছিয়ে না থাকে।
রজার ফেদেরার এক টুইটে লিখেছেন, এটা চ্যালেঞ্জের সময় সবার জন্য এবং কেউ পিছিয়ে থাকবেন না। মিরকা এবং আমি ব্যাক্তিগতভাবে সিদ্ধান্ত নিই এক মিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক দান করার সুইৎজারল্যান্ডের সেইসব পরিবারকে যারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ। আমাদের এটা কেবল শুরু। আশা করব অন্যরাও এগিয়ে এসে ক্ষতিগ্রস্থ পরিবারদের পাশে দাঁড়াবেন। সকলে মিলে আমরা এই পরিস্থিতির মোকাবিলা করতে পারব। সুস্থ থাকুন।
এই মুহূর্ত হাঁটুর চোট সারিয়ে তুলতে খেলা থেকে দূরে আছেন রজার ফেদেরার। গত ফেব্রুয়ারিতে তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। গ্রাসকোর্ট মওসুমেই তার টেনিস কোর্টে ফেরার কথা রয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস