ঢাকা | সোমবার
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটারদের মহৎ উদ্যোগে তিনজনকে বিশেষ ধন্যবাদ মাশরাফির

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের জাতীয় ক্রিকেটাররা নিজেদের এক মাসের বেতনের অর্ধেক টাকা দান করে দিয়েছেন। ২৭ ক্রিকেটার মিলে ৩০ লাখ ১৫ হাজার টাকা করোনা ফান্ডে দান করেছেন। এ মহৎ উদ্যোগ নেওয়ার জন্য টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন মাশরাফি।

নিজের ফেসবুক প্রোফাইলে মাশরাফি লিখেছেন, অনেক ভালো কাজ, দেশের তিন অধিনায়ক (মুমিনুল- টেস্ট, তামিম- ওয়ানডে, রিয়াদ- টি-টোয়েন্টি)।

মাশরাফি আরও লিখেছেন, ওয়েলডান বাংলাদেশ ক্রিকেট টিম। লাভ ইউ বয়েজ, দ্য গ্রেট সার্ভার্স।

এ উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। তাই তামিম ইকবালকে আলাদা করে ধন্যবাদ জানিয়ে মাশরাফি লিখেছেন, স্পেশাল থ্যাঙ্কস টু খান (তামিম ইকবাল খান) সাহেব।

নড়াইল এক্সপ্রেস দিয়েছেন ২ লাখ ২৫ হাজার টাকা। নিজে অর্থ দিলেও তা উল্লেখ করেননি তিনি।

বর্তমানে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই মাশরাফি বিন মর্তুজা। তবে মার্চ মাসে অধিনায়ক হিসেবেই খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ফলে বিসিবির স্কেল অনুযায়ী তার বেতন ৪ লাখ ৫০ হাজার টাকা। তিনি দিয়েছেন ২ লাখ ২৫ হাজার টাকা।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন