করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় এবার এগিয়ে এলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। নিজেদের এক মাসের বেতনের অর্ধেক দান করে দিচ্ছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ২৭ জন খেলোয়াড়, তাদের একমাসের বেতনের অর্ধেক টাকা দান করছেন। দানকৃত এ অর্থের পরিমাণ ৩১ লাখ টাকা। করবাবদ বাদ পড়বে ৫ লাখ টাকা। ফলে করোনা ইস্যুতে ব্যবহার করা যাবে ২৬ লাখ টাকা।
আজ (বুধবার) এ তথ্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স ও জাতীয় দলের ম্যানেজার সাব্বির খান।
করোনা মোকাবিলায় এরই মধ্যে বড় অঙ্কের আর্থিক অনুদান দিয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়া সাধ্যমতো নানান সব উদ্যোগ নিচ্ছেন শেন ওয়ার্ন, রবি বোপারারা।
আনন্দবাজার/ টি এস পি