ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাকে জয় করলেন মাইকেল আর্তেতা

করোনাভাইরাসের প্রকোপে পুরো বিশ্বই বিপর্যস্ত। মরণঘাতী এই ভাইরাসের হাত থেকে রক্ষা পাচ্ছে না কোন দেশ কোন জাতি। এর প্রভাবে স্তব্ধ হয়ে গেছে ক্রীড়া জগতও। বাতিল হয়েছে ক্রিকেট-ফুটবলের অসংখ্য ম্যাচ, আক্রান্ত হয়েছেন তারকা খেলোয়াড়-কোচও। তবে কোভিড-১৯ এর সাথে যুদ্ধ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় ক্লাব আর্সেনালের কোচ মাইকেল আর্তেতা।

ব্রিটিশ মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই মুহূর্তে অনেক সুস্থ রয়েছি। মনে হচ্ছে, আমি সেই সংক্রমণ কাটিয়ে উঠতে পেরেছি।হয়তো আগামী তিন-চার দিনের মধ্যে স্বাভাবিকভাবে চলাফেরার শক্তি ফিরে পাব।

মাইকেল আরও বলেন, সব কিছু খুব দ্রুত ঘটে গিয়েছিল। শরীরটা ভাল লাগছে না বলে আমি ক্লাব কর্তাদের জানাই। তখনই জানতে পারি, অলিম্পিয়াকোস দলের অনেকের শরীরেই করোনা ভাইরাস ধরা পড়েছে। আমি আর ঝুঁকি না নিয়ে ছুটি ডাক্তারের কাছে। এরপর পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়ে। আমি কোয়ারেন্টাইনে চলে যাই। এরপর চিকিৎসকরা স্বাস্থ্যবিধি সংক্রান্ত যে নির্দেশ দিয়েছেন, তা পালন করেই সুস্থ হয়ে উঠেছি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন