ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাতিল হতে পারে অলিম্পিক 

অবশেষে করোনার কাছে নত হয়ে  নিজের অনড় অবস্থান থেকে সড়ে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আজ সোমবার পার্লামেন্টে এক ভাষণে তিনি বলেন ‘পরিস্থিতি একেবারেই অনুকুলে না থাকলে গেমস হয়তবা পিছিয়ে যেতে পারে।’

তার আগে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলেও নিজ দেশে অলিম্পিক গেমস আয়োজনে একটুও পিছপা হননি জাপানীজ এই প্রধানমন্ত্রী। কিন্তু বিশে^র প্রায় সকল দেশ থেকেই একের পর এক আপত্তির জেড়ে অলিম্পিক পিছিয়ে যেতে পারে বলে তিনি আবাস দেন।

ভাষনে শিনজো আবে আরও বলেন, ‘জাপান এখনো গেমস আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু ক্রীড়াবিদদের কথা বিবেচনা করে যদি কোন ধরনের বাঁধা আসে তখন গেমস পিছিয়ে দেবার সিদ্ধান্ত আসতে পারে।’

এই প্রথমবারের মত জাপানের এই শীর্ষ কর্তা আগামী ২৪ জুলাই থেকে অলিম্পিক গেমস শুরু হবার ব্যপারে শঙ্কা প্রকাশ করেন। বিশ^জুড়ে করোনাভাইরাসে ভয়াবহতা ক্রমেই বেড়ে যাওয়ায় তিনি এই স্বীকারোক্তি করতে বাধ্য হয়েছেন।

আগেরদিন আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও গেমস আয়োজনের ব্যপারে তাদের অনড় অবস্থান থেকে সড়ে আসার ইঙ্গিত দিয়েছে। আইওসি অবশ্য গেমস পেছানোর জন্য আরো চার মাস অপেক্ষা করার পক্ষে মত দিয়েছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন