টোকিও অলিম্পিক গেমস-২০২০ থেকে নিজেদের প্রত্যাহার করল কানাডা। করোনাভাইরাস মহামারির কারণে তাদের অ্যাথলেটদের এবারের অলিম্পিকে পাঠাবে না বলে সোমবার জানিয়েছে দেশটি।
করোনার প্রকোপের কারণে টোকিও অলিম্পিক গেমস স্থগিত করা অনিবার্য হয়ে উঠতে পারে বলে সোমবার জাপানের পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে মন্তব্য করেছেন। এই মন্তব্যের পরই এল কানাডার নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা।
অন্যতম বড় অংশগ্রহণকারী দেশ কানাডা নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় এবারের টোকিও অলিম্পিক গেমস-২০২০ আয়োজন নিয়েই তৈরি হল শঙ্কা। এদিকে অস্ট্রেলিয়াও বলছে এবারের অলিম্পিক স্থগিত করে ২০২১ সালে আয়োজন করা উচিত।
আনন্দবাজার/ডব্লিউ এস