শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিসিবি নির্বাচক হওয়ার প্রস্তাব পেলেন রাজ্জাক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হওয়ার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশারের বর্তমান নির্বাচক প্যানেলে নতুন সদস্য হিসেবে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে তাকে।

২০১৬ সালে ফারুক আহমেদ প্রধান নির্বাচক পদ ছেড়ে দেওয়ার পর থেকে এখন পর্যন্ত জাতীয় দলের নির্বাচক প্যানেলে দুই সদস্যই আছেন। রাজ্জাক ছাড়াও আরও দুজনকে বিবেচনায় রেখেছে বিসিবি। অন্য দুজনের মধ্যে একজন জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস এবং অন্যজন সাবেক স্পিনার মঞ্জুরুল ইসলাম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, হাবিবুল বাশারকে বলেছিলাম রাজ্জাকের সঙ্গে কথা বলতে। লিগের খেলার কারণে রাজ্জাক সিদ্ধান্ত নিতে সময় চেয়েছে। সে বোধহয় লিগে খেলতে চায়।

এ বিষয়ে জানতে চাইলে রাজ্জাক বলেন, হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে। একটু ভেবে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছি। প্রিমিয়ার লিগের খেলা শেষে জানাতে চেয়েছি। এখন খেলাও স্থগিত হয়ে আছে, ভেবে দেখতে হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  সিলেটে বন্যার্ত ও ক্রিকেটারদের পাশে বিসিবি

সংবাদটি শেয়ার করুন