না ফেরার দেশে চলে গেছেন জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার শফিউল ইসলামের বাবা জাহিদুর রহমান (৬৯)। দীর্ঘ অসুস্থতার পর আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ৩টা ৫মিনিটে মিরপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিষয়টি নিশ্চিত করে শফিউল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই আব্বা লান্স সমস্যায় ভুগছিলেন। অবস্থা খারাপ হওয়ায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু লাইফ সাপোর্টে থাকা অস্থায় গতকাল সোমবার তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর মঙ্গলবার ৩টা ৫ মিনিটে বাবা শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
শফিউল ইসলাম আরও জানান, আগামীকাল বুধবার বাদ জোহর বগুড়ায় নিজ বাড়িতে বাবার দাফন সম্পন্ন হবে। শফিউলের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের সতীর্থ ক্রিকেটাররা।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে শফিউলের বাবা জাহিদুর রহমান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর গত দুই সপ্তাহ যাবত ভর্তি ছিলেন হাসপাতালে। বাবার অসুস্থতার খবর জানার পর সিলেট থেকে সিরিজের মাঝপথেই ঢাকায় চলে আসেন শফিউল।
আনন্দবাজার/এম.কে