ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত প্রথম ক্রিকেটার রিচার্ডসন

দিন দিন আরো প্রতিরোধ্য হয়ে উঠছে করোনা ভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস বেশ ভালোভাবেই প্রভাব ফেলেছে ক্রীড়াক্ষেত্রে। এতদিন ক্রিকেট খেলার সঙ্গে সংশ্লিষ্ট কেউ করোনা আক্রান্ত হয়নি। কিন্তু সেখানেও নিজের উপস্থিতি জানান দিয়েছে করোনা। প্রথম ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার খেলোয়াড় কেন রিচার্ডসন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন বছর পর নিজেদের মাটিতে চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। এই সিরিজের দলে ছিলেন রিচার্ডসন। মূল একাদশে খেলার সম্ভাবনাও ছিল তার। কিন্তু করোনা তাকে স্কোয়াড থেকে ছিটকে দিয়েছে। এই ফাস্ট বোলারকে এখন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

একটি বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে যে রিচার্ডসনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেখানে জানানো হয়, করোনার লক্ষণ দেখা গিয়েছে কেন রিচার্ডসনের শরীরে। তাই তাকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রেখেছি। সে দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং দলে ফিরবে এমনটাই আশ করছেন তারা।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন