জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টিতেও হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে ১২০ রানের টার্গেট দেয় জিম্বাবুয়ে। ওপেনার লিটন দাসের অপরাজিত ফিফটিতে ভর করে ১ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।
এই জয়ের মধ্যে দিয়ে এবারের সফরে জিম্বাবুয়েকে তিন ফর্মেটেই হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। এর আগে টেস্টে এবং ওয়ানডেতেও হোয়াইট ওয়াশের শিকার হয় সফরকারীরা।
দলের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৬৬ রান করেছেন লিটন দাস। তামিমের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া নাঈম শেখ করেছেন ৩৪ বলে ৩৩ রান। ওয়ান ডাউনে নামা সৌম্যর অপরাজিত ১৬ বলে ২০ রানে ১৫.৫ ওভারেই সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।
জিম্বাবুয়ের হয়ে বাংলাদেশের একমাত্র উইকেটটি নিয়েছেন পেসার ক্রিস এমপফু।
এর আগে, সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। প্রথমে ব্যাট করা জিম্বাবুয়েকে ১১৯ রানেই থামিয়ে দেয় আল আমিন,মুস্তাফিজ-আফিফরা। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে এই সংগ্রহ পায় জিম্বাবুয়ে।
বল হাতে বাংলাদেশের হয়ে আল আমিন ২, মুস্তাফিজ ২ আর আফিফ নেন ১ টি উইকেট।
আনন্দবাজার/ডব্লিউ এস