জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সমালোচনার তীরে জর্জরিত ছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। কিন্তু এরপর থেকেই হাসছে দীর্ঘসময় যাবদ রানখরায় থাকা দেশ অন্যতম এই সেরা ওপেনারের ব্যাট।
সমালোচনার বদলে এখন এই ব্যাটসম্যান ভাসছেন প্রশংসার সাগরে। তবে ব্যাট হাসলেও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাদ পড়তে পারেন তামিম। ওয়ানডেতে টানা দুই সেঞ্চুরির পর প্রথম টি-টোয়েন্টিতেও ভালো ব্যাট করেছেন তিনি। তবে টিম ম্যানেজমেন্ট চাচ্ছে ফর্মের তুঙ্গে থাকা টাইগার স্কোয়াডের বাকি সদস্যদেরও ঝালিয়ে নিতে। মূলত এ কারণেই বাদ তথা ‘বিশ্রাম’ দেয়া হতে পারে তাকে। বাংলাদেশ দলের একটি সূত্র আজ মঙ্গলবার এই খবর নিশ্চিত করেছে।
এদিকে যদি তামিমকে বিশ্রাম দেয়া হয় তবে তার জায়গায় সুযোগ পেতে পারেন তরুণ তুর্কি নাঈম শেখ। তিন ফরম্যাটের সিরিজেই হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে আগামীকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
আনন্দবাজার/এম.কে