মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী জিম্বাবুয়েকে ৪৮ রানে রানে হারিয়েছে টাইগাররা। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাব ব্যাট করতে নেমে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

স্কোর:

জিম্বাবুয়ে ১৫২/১০
তিনাশে কামুনহুকামওয়ে ২৮
ব্রেন্ডন টেইলর ১
ক্রেইগ এরভিন ৮
ওয়েসলে মাধেভেরে ৪
শন উইলিয়ামস ২০
সিকান্দা রাজা ১০
রিচমন্ড মুতুম্বামি ২০
মুতমবদজি ২
ডোনাল্ড টিরিপানো ২০
কার্ল মুম্বা ২৫
এমপুফু ২*

বোলার:
মোস্তাফিজুর রহমান ৪-০-৩২-৩
শফিউল ইসলাম ২-০-১২-১
মোহাম্মদ সাইফউদ্দিন ৩-০-১৯-১
মেহেদী হাসান ৪-০-২৯-০
আমিনুল ইসলাম বিপ্লব ৩-০-৩৪-৩
আফিফ হোসেন ২-০-১৮-১

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বলিভিয়ার বিপক্ষে নেইমারকে নিয়ে শঙ্কা

সংবাদটি শেয়ার করুন