শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

পঞ্চমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল অস্ট্রেলিয়া। ভারতকে ৮৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নিল মেগ ল্যানিংয়ের দল।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে রোববার (৮ মার্চ) টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করে অস্ট্রেলিয়া। উড়ন্ত সূচনা এনে দেন অ্যালিসা হেলি ও বেথ মুনি।

দলীয় ১১৫ রানে রাধা যাদবের বলে উইকেট ছাড়ার আগে ৩৯ বলে সাত চার ও পাঁচ ছক্কায় ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ওপেনার হিলি। এই ইনিংস খেলার পথে ৩০ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। যা পুরুষ ও নারীদের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম অর্ধশতক। ৫৪ বলে দশ চারে ৭৮ রানে অপরাজিত থাকেন অপর ওপেনার বেথ মুনি।

ভারতীয় বোলারদের মধ্যে দিপ্তি শর্মা ৩৮ রানে দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন পুনম যাদব ও রাধা যাদব।

১৮৫ রানের জবাবে ব্যাট করতে নেমে পাঁচ বল বাকি থাকতেই ৯৯ রানে গুঁড়িয়ে যায় ভারতীয় নারী দল। সর্বোচ্চ ৩৩ রান করেন ছয় নম্বরে ব্যাটিংয়ে নামা দিপ্তি শর্মা। ভিদা কৃষ্ণমূর্তি করেন ১৯ রান। রিশা ঘোষ করেন ১৮ রান।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে পেসার মেগান শাট চারটি উইকেট নেন, তিনটি উইকেট নেন জেস জোনাসেন।

আনন্দবাজার/ টি এস পি

আরও পড়ুনঃ  সিলেট স্ট্রাইকার্স ও আইপিডিসির মধ্যে চুক্তি সাক্ষর

সংবাদটি শেয়ার করুন