আজ বিশ্ব নারী দিবস। নারীরা এখন কোন কিছুতেই পিছিয়ে নেই। যুগের সাথে তাল মিলিয়ে সব জায়গাতেই নিজেকে পারদর্শী হিসেবে গড়ে তুলছে। ক্রিকেটের মাঠেও তারা ছেলেদের চেয়ে কোন অংশে কম না। আজ নারী বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল খেলবে ভারতের নারী ক্রিকেট দল।
আজ রবিবার ( ৮ই মার্চ ) বাংলাদেশ সময় দুপুর একটায় মেলবোর্নে ম্যাচটি শুরু হবে।
চলতি বছরই প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলছে ভারতীয় নারী ক্রিকেট দল। তবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এর আগেও একবার নারী বিশ্বকাপের ফাইনাল হয়েছিল।১৯৮৮ সালে ওয়ানডে ম্যাচের সেই আসরে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। সে বারের মত এ বছরও ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে অজিরাই।
আনন্দবাজার/এইচ এস কে