ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের অন্যতম জনপ্রিয় লড়াই এর নাম ম্যানচেস্টার ডার্বি। আজ রবিবার (৮মার্চ) ডার্বি ম্যাচে সিটির মুখোমুখি হবে ইউনাইটেড। বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ড খেলাটি শুরু হবে।
ইতোমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে কার্যত শিরোপা খুইয়ে দ্বিতীয়স্থানে আছে ম্যানচেস্টার সিটি। তবে মর্যাদার এ লড়াইতে চ্যাম্পিয়নস লিগের জন্য প্রেরণাও খুঁজবে পেপ গার্দিওলার শিবির।
এদিকে লিগ টেবিলের সপ্তম স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের লক্ষ্য হচ্ছে শীর্ষ চার নিশ্চিত করা। এই লড়াইতে নামার আগে নয় ম্যাচ অপরাজিত থাকার স্বস্তিতে রয়েছে রেড ডেভিলরা।
ইংলিশ প্রিমিয়ার লিগ
- চেলসি বনাম এভারটন (সরাসরি রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট-১)
- ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ম্যানচেস্টার সিটি (সরাসরি রাত ১০টা ৩০, স্টার স্পোর্টস সিলেক্ট-১)
লা লিগা
- রিয়াল বেটিস বনাম রিয়াল মাদ্রিদ (সরাসরি রাত ২টা, ফেসবুক)
সেরি-এ লিগ
- জুভেন্টাস বনাম ইন্টার মিলান (সরাসরি রাত ১টা ৪৫, সনি টেন-২)
বুন্দেসলিগা
- বায়ার্ন মিউনিখ বনাম অগসবুর্গ (সরাসরি রাত ৮টা ৩০, স্টার স্পোর্টস সিলেক্ট-২)
আনন্দবাজার/এম.কে




