ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাশরাফির সম্মানে প্রীতি ক্রিকেট ম্যাচ

বন্ধুত্ব মানুষের জীবনের অনেক বড় একটি সম্পদ। সময়ের কারণে হয়ত দূরত্ব তৈরি হয়ে যায় বন্ধুদের সাথে। কিন্তু বন্ধুত্ব ঠিকই থাকে। আবারও তারই প্রমাণ দিলেন লিখন-রাসেলরা। বন্ধুত্বের এই বাধন আরও শক্ত করতে এবং মাশরাফির সম্মানে লিখন ও তার বন্ধুরা মিলে আয়োজন করেছিল এই প্রীতি ম্যাচের।

শনিবার ( ৭ই মার্চ ) ম্যাচটি আয়োজন করা হয়েছিল মুগদা মান্ডা স্কুলের মাঠে। টসে জিতে ব্যাট করতে নেমে ১৬৪ রানের বড় জয় পায় লিখন ও তার দল। এর আগে ১৫ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রাজুর ৩৪ , লিখনের ২৮,এবং  মিঠুর ১৪ রানে ভর করে বড় সংগ্রহের দেখা পায় লিখনের দল।

অপরদিকে ১৬৪ রানের টার্গেট পেয়ে ১৩০ রানেই গুটিয়ে যায় মামুনের দল। আলামিনের ৩১ এবং মামুন করেন ১৭ রান।

ম্যাচে দলের হয়ে লিখন-২ ,মিঠু-১, বাবু-১ এবং রাজিব নেন ১ টি উইকেট। অপরদলের ইব্রাহিম ও রাসেল নেন ২ টি করে উইকেট।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন