ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে দলে ফিরলেন নেইমার

২০২৪ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই রাউন্ডের ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা করলেন কোচ তিতে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছন নেইমার। এছাড়াও ২৪ সদস্যের ঘোষিত স্কোয়াডে নতুন মুখ হিসেবে সুযোগ পেলেন মিডফিল্ডার ব্রুনো গিমারেস।

এর আগে গেল বছরের নভেম্বরে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেননি পিএসজি ফরোয়ার্ড নেইমার। তবে চোটের কারণে ছিটকে পড়লেন বর্ষসেরা গোলরক্ষক আলিসন বেকার। তার পরিবর্তে মাঠে দেখা যাবে ম্যানচেস্টার সিটি গোলরক্ষক এদেরসন’কে।

আগামী ২৮ মার্চ বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর আগামী ১ এপ্রিল বাংলাদেশ সময় সকাল সোয়া আটটায় পেরুর মাঠে মুখোমুখি খেলতে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিল দল: এদেরসন, ওয়েভারতন, ইভান, থিয়াগো সিলভা, মার্কিনিয়োস, এদের মিলিতাও, ফিলিপে আগুস্ত, দানি আলভেস, দানিলো, রেনান লোদি, আলেক্স সান্দ্রো, আর্থার, কাসেমিরো, ফাবিনিয়ো, এভেরতন রিবেইরো, ব্রুনো গিমারেস, ফিলিপ্পে কৌতিনিয়ো, গাব্রিয়েল জেসুস, রিশার্লিসন, রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল বারবোসা, নেইমার, এভেরতন, ব্রুনো এইহিক।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন