ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

লিটনের সেঞ্চুরি, তামিম সেঞ্চুরির পথে

মাশরাফী বিন মুর্তজার অধিনায়কত্বে শেষবারের মতো ওয়ানডে ম্যাচ মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর এ ম্যাচটি যদি জিতে যায় তাহলে অধিনায়ক হিসেবে ৫০তম ওয়ানডে জয়ের স্বাদ পাবেন মাশরাফী।

নড়াইল এক্সপ্রেসের বিদায়ী ম্যাচটি স্মরণীয় করে রাখতেই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। ইতোমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন দাস। অন্যদিকে সেঞ্চুরির পথে হাঁঠছেন তামিম।

নেতৃত্বের শেষ ম্যাচে টস করতে গিয়ে সফল হতে পারেননি মাশরাফী বিন মুর্তজা। তবে জিম্বাবুয়ে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিলে ব্যাটিং পায় বাংলাদেশ। আর ব্যাটিং করতে নেমে ধীরেসুস্থে প্রতিপক্ষের উপর চড়াও হয় টাইগার ওপেনাদের ব্যাট।

তেরটি চারের মাধ্যমে ১১৬ বলে ১১৩ রান ইনিংসটি সাজিয়েছেন লিটন কুমার দাস। আর ৮৪ বলে ৭৯ রান করে অপরাজিত আছেন তামিম ইকবাল। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৩.২ ওভারে ১৮২ রান। তবে বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে খেলা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন