ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাশরাফির শেষ ম্যাচ ঘিরে বিসিবির আয়োজন

মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের ক্রিকেট জগতের এক অনবদ্য নাম। গেল বিশ্বকাপ থেকেই অনেক গুঞ্জন চলছিল তার ক্রিকেট ক্যারিয়ারের অবসরের। তবে এবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। সম্প্রতি জানা গেছে, ক্রিকেট জগতের নিজের ক্যারিয়ারের অধিনায়কত্বের ইতি টেনে দিলেন মাশরাফি বিন মর্তুজা।

আজ শুক্রবার (৬ই মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচেই লাল সবুজ জার্সিতে শেষবারের মত অধিনায়ক হিসেবে টস করতে নামবেন তিনি। তবে ইতোমধ্যে ম্যাচটিকে ঘিরে  জমকালো এক অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে বিসিবিও।

বিসিবি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখতে চায় । এই ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, শুক্রবার (০৬ মার্চ) মাশরাফিকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে এবং সেই জন্য নানা রকম আয়োজন থাকছে।

আরও পড়ুন : করোনায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ

ক্রিকেট অঙ্গনের সবাই অনেকটা চুপচাপ রয়েছে। কারণ খুব তাড়াতাড়িই বিদায় আসতে যাচ্ছে অধিনায়কের। কিন্তু এটা যে এত তাড়াতাড়ি সেটা কেউ  আঁচ করতে পারেনি। কিন্তু দুপুরে সংবাদ সম্মেলনে মাশরাফি নিজেই হাতে করে লিখে আনা নোট দেখে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ইতি টানেন গৌরবময় এক অধ্যায়ের।

আনন্দবাজার/ এইচ এস কে  

 

সংবাদটি শেয়ার করুন