ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টাইগারদের ওয়ানডে ম্যাচের সূচি পরিবর্তন

নানা জল্পনা-কল্পনার পর পাকিস্তানের মাটিতে সব ফরম্যাটের ক্রিকেটই খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। জানুয়ারি থেকে শুরু হওয়া সফরটি শেষ হবে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। ইতোমধ্যে জানুয়ারিতে দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলে এসেছে বাংলাদেশ।

পরে ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডি টেস্টেও অংশ নেয় টাইগার বাহিনী। এরপর এপ্রিলের ৩ তারিখ একমাত্র ওয়ানডে খেলতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় দলের। তবে সারা বিশ্বে যেখানে করোনাভাইরাস আতঙ্কে বিভিন্ন টুর্নামেন্ট বাতিল বা পিছিয়ে দেয়া হচ্ছে সেখানে পাকিস্তান-বাংলাদেশের একমাত্র ওয়ানডে ম্যাচটি এগিয়ে আনা হলো।

বিসিবির অনুরোধে পাকিস্তান-বাংলাদেশের একমাত্র ওয়ানডে ম্যাচের সূচি পরিবর্তন করলো পিসিবি। পূর্ব সূচি অনুযায়ী আগামি ৩রা এপ্রিল পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুইদিন এগিয়ে সেটি হতে যাচ্ছে আগামি ১লা এপ্রিল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, বিসিবির বিশেষ অনুরোধ রাখতেই ওয়ানডে ম্যাচটি দুইদিন এগিয়ে আনা হয়েছে। পিসিবি পরিচালক জাকির খান এই প্রসঙ্গে বলেন, বাংলাদেশকে আতিথেয়তা দিতে পাকিস্তান সব সময় প্রস্তত। মূলত করাচি টেস্টের আগে একটু বেশি সময় পাওয়ার লক্ষ্যেই এই ম্যাচটি এগিয়ে আনা হয়েছে।

আনন্দবাজার/টি এস

সংবাদটি শেয়ার করুন