ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাভাইরাস নিয়ে মাশরাফীর বার্তা

বিশ্বজুড়ে অতি দ্রুত ছড়িয়ে পড়েছে মরণব্যাধি করোনাভাইরাস (কোভিড ১৯)। এরইমধ্যে বিশ্বব্যাপী ৯৩ হাজার জন এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও। এছাড়াও এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২০০ জনেরও বেশি মানুষ।

আর এমন পরিস্থিতিতে করোনাভাইরাসের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বার্তা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

গতকাল মঙ্গলবার (৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে মুখোমুখি হয় বাংলাদেশ। উত্তেজনাপূর্ণ ওই ম্যাচে জয় পাওয়ার পর সংবাদ সম্মেলনে মাশরাফী বলেন, করোনাভাইরাসের ব্যাপারে সবাইকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এই ভাইরাসটি যাতে আমাদের দেশে ছড়িয়ে না পড়ে সেজন্য সবাইকে যার যার স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

তিনি বলেন, সবার বাড়ির আশপাশ ও পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে বাইরে থেকে ফিরে আথবা বাইরের কোনও কিছু স্পর্শ করার পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন