শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রুদ্ধশ্বাস ম্যাচ জিতলে আত্মবিশ্বাস বাড়ে- মাশরাফী

রেকর্ড রান সংগ্রহের পরও শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র চার রানে জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের করা ৩২২ রানের জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে থেমেছে ৩১৮ রানে। তিন ম্যাচ সিরিজের দুই ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

রুদ্ধশ্বাস ম্যাচ জিতলে আত্মবিশ্বাস বাড়ে, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি আরো বলেন, আল-আমিন শফিউল চেষ্টা করেছে। মুস্তাফিজ-সাইফুদ্দিন থাকলেও এমনটা হতে পারতো। তামিমের রেকর্ড সেঞ্চুরিকে অসাধারণ বলছেন তিনি।

২২৫ রানে পড়েছিল ৭ উইকেট। জিততে হলে জিম্বাবুয়েকে ওভার প্রতি দশের ওপরে রান তুলতে হত। ওই হিসেব-ই বেহিসেবি করে দিয়েছিল শফিউল-আল আমিনকে। চাপের মুহূর্তে আলগা বল দিয়েছেন দুইজন, ছিল না নিয়ন্ত্রণ।

৩২২ করেও শেষ ওভারের রোমাঞ্চকর জয়, তাই আক্ষেপ সমর্থকদের কাছে। কিন্তু মাশরাফী এই জয়কে দেখছেন অন্যভাবে।

প্রথম ম্যাচের টপ পারফর্মার সাইফুদ্দীন, মুস্তাফিজকে বসিয়ে যারা এলেন সেই শফিউল-আল আমিন হতে পারতেন ভিলেন। নাটকীয় জয়ের পর কাঠগড়ায় দুজনের পারফর্মেন্স। যদিও তাদের পাশে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

আনন্দবাজার/ টি এস পি

আরও পড়ুনঃ  অনেক দেশের তুলনায় মেসির আয় বেশি!

সংবাদটি শেয়ার করুন