ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তামিমের রেকর্ড ইনিংসে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করেছে টাইগাররা। যা ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস।

দলের হয়ে সর্বোচ্চ রান করেন তামিম ইকবাল। ১৩৬ বল খেলে ২০টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ১৫৮ রান করেছেন তিনি। ৪২ বলে ব্যক্তিগত অর্ধশত এবং ১০৬ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি।

এছাড়া মুশফিকুর রহিম আউট হন ৫৫ রান করে। ১৮ বলে ৩২ করে অপরাজিত থাকেন মোহাম্মদ মিথুন। মাহমুদউল্লাহ আউট হন ৪১ রান করে। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে মুম্বা ২টি, টিশুমা ১টি, তিরিপানো ২টি ও মাধিভেরে ১টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ইনিংস: ৩২২/৮ (৫০ ওভার)

(তামিম ১৫৮, লিটন ৯, শান্ত ৬, মুশফিক ৫৫, মাহমুদউল্লাহ ৪১, মিথুন ৩২*, মিরাজ ৫, মাশরাফি ১, তাইজুল ০, শফিউল ৫*; মুম্বা ২/৬৪, টিশুমা ১/৩৫, তিরিপানো ২/৫৫, মাধিভেরে ১/৩৮, সিকান্দার ০/৫৯, উইলিয়ামস ০/৩৫, ‍মুতোমবোদজি ০/৩৪)।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন