ঢাকা | রবিবার
১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তামিমের ১২ তম সেঞ্চুরি

অনেকদিন ধরে রানের খরায় ভুগতে থাকা তামিমের ব্যাট থেকে অবশেষে বসন্তের সুবাতাস ছড়ালো। জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসের ৩৭ তম ওভারে ক্যারিয়ারের ১২ তম সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। ১০৫ বলে সেঞ্চুরির পথে ১৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।

এছাড়াও, বাংলাদেশের ক্রিকেট দলের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলক গড়লো দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ২০৫ ওয়ানডে খেলে এই মাইলফলক গড়েছেন তামিম। এরই মধ্যে করেছেন ১২ সেঞ্চুরি ও ৪৭০ অর্ধশত।

যদিও তামিমকে নিয়ে একের পর এক সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল। অবশেষে সেই সমালোচনার পাল্টা জবাব দিতেই যেন খোলস ছেড়ে বেরিয়ে এলেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২০৪/৩ (৩৭.৩) তামিম ১০৩*, মাহমুদুল্লাহ  ২৮*।

 

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন