ঢাকা | মঙ্গলবার
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অবসরের সিদ্ধান্ত নিবেন মাশরাফি নিজে : পাপন

বাংলাদেশ ক্রিকেট প্রাঙ্গণে সেরা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার অবসর নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই মাশরাফির অবসর নিয়ে চলছে সমালোচনা।

তবে অবসরের বিষয়টি মাশরাফির উপরেই ছেরে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

গত রবিবার সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এই ব্যাপারে পাপন বলেন ‘কখন অবসর নেবেন তার সিদ্ধান্ত নেবার অধিকার নিশ্চয় মাশরাফির রয়েছে।

আরও পড়ুন : এবার প্রভাসের বিপরীতে দীপিকা

দলনেতা কে হবেন সেটা নির্ধারণ করবে বোর্ড। তারা যাকে ভাল মনে করবেন তাকেই দলনেতা হিসেবে নির্বাচিত করবেন। আর কখন অবসর নেবেন সেই সিদ্ধান্ত নিবেন মাশরাফি নিজে। বিষয়টি তার উপরই ছেড়ে দিন।

তবে বিসিবি জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজেরর জন্য বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে মাশরাফিকেই চুরান্ত করে। কিন্তু তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে অধিনায়ক হিসেবে এটিই মাশরাফির শেষ সিরিজ।

আনন্দবাজার/ এইচ এস কে 

সংবাদটি শেয়ার করুন