ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের ১৬৯ রানের বিশাল জয়

প্রথম ইনিংসে ৩২১ রান করার পরই বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। শুধু আনুষ্ঠানিকতা বাকি ছিল। বোলারদের অসাধারণ বোলিং এ ১৬৯ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক মাশরাফি। ব্যাটিং এ নেমে লিটন দাসের অসাধারণ সেঞ্চুরি, মোহাম্মদ মিঠুনের হাফ সেঞ্চুরি এবং শেষ মুহূর্তে সাইফউদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ৩২১ রানের বিশাল স্কোর গড়ে তোলে বাংলাদেশ।

পাহাড় সমান রান করতে নেমে প্রথমেই সাইফউদ্দিনের বিধ্বংসী বোলিং এর সম্মুখীন হন জিম্বাবুইয়ান ব্যাটসম্যানরা। তার সঙ্গে যোগ দেন মেহেদী হাসান মিরাজ, মাশরাফি, মোস্তাফিজ এবং তাইজুলরা। এদের বিধ্বংসী বোলিংয়ের মুখে পড়ে ৩৯.১ ওভারেই ১৫২ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

৭ ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সাইফউদ্দিন। ৬.১ ওভার বল করে ২ উইকেট নেন মাশরাফি। ১টি করে উইকেট নেন মোস্তাফিজ এবং তাইজুল।

ম্যাচ সেরা হয়েছেন লিটন দাস।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন